
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ডায়াবেটিকস সমিতির ওয়াশরুম উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান উপস্থিত ছিলেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাবেক পৌর প্রশাসকের প্রস্তাবনায় এবং বর্তমান পৌরসভার অর্থায়নে ও পৌর মেয়রের বাস্তবায়নে পলাশবাড়ী ডায়াবেটিকস সমিতিতে ওয়াশরমের নির্মিত কাজ সম্পন্ন করা হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মিনুর মাষ্টারের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখনে সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সহ-সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বিএসসি, প্রেস ক্লাব পলাশবাড়ী সাধারণ সম্পাদক ও সমিতির সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাবিজার রহমান। অনুষ্ঠান শেষে সকলের জন্য দো’আ অনুষ্ঠিত হয়। ওয়াশরুম উদ্বোধন শেষে ডায়াবেটিক সমিতি চত্ত্বরে দু’টি ফলজ বৃক্ষের চারা রোপন হয়।
আলোচনা সভায় মেয়র বলেন, পলাশবাড়ী পৌরসভাকে একটি মডেল পৌরসভা প্রতিষ্ঠা করতে চাই। এর পাশাপাশি ডায়াবেটিকস সমিতিকে আধুনিক হিসেবে একটি সেবামূলক প্রতিষ্ঠান তৈরিসহ পৌরসভার মধ্যে যেসকল সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতি আমার আন্তরিক দৃষ্টি বিদ্যমান। এ কারণে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।