
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা পৌর পরিষদের সাধারণ সভা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পৌর মেয়র মতলুবর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. রোখছানা বেগম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ, পৌর সচিব মো. হানিফ সরকার, পৌর কাউন্সিলর এ.জেড মহিউদ্দিন রিজু, শহীদ আহমেদ, কামাল হোসেন, রাকিবুল হাসান সুমন ও শেখ শাহীন প্রমুখ।
সভায় পৌরসভার সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা ছাড়াও ওইসব বিষয়ে দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় মেয়র পৌরসভার উন্নয়নে প্রধান অতিথির সার্বিক সহযোগিতা কামনা করেন।
গাইবান্ধা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এলজিএসপি-৩ এর অর্থায়নে গাইবান্ধায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন, সনদ বিতরণ এবং ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সসহ সনদ বিতরণ করেন হিসেবেহুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. রোখছানা বেগম ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।