
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া, ভরতখালি ও ঘুড়িদহ ইউনিয়নে ১ হাজার ২শ’ ৩০টি বন্যা কবলিত কৃষক পরিবারের মাঝে খাদ্য সংরক্ষণে রাখতে ‘সাইলো’ বিতরণ করা হয়েছে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে সাঘাটা ডাকবাংলো এলাকায় এসকেএস ফাউন্ডেশন উপকরণ বিতরণ সহযোগিতায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রকল্পের আওতায় এসব সাইলো বিতরণ করা হয়।সাঘাটাউ পজেলায় হলদিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে সাইলো বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে সাঘাটা
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মাওলা, দাতা সংস্থা এফএও’র ন্যাশনাল ফিল্ড অফিসার উত্তম কুমার মজুমদার, ফিল্ড এ্যাসিসট্যান্ট অজিফা আফরোজ ও সহযোগী সংস্থা এসকেএস ফাউন্ডেশনের প্রোগ্রাম কো- অর্ডিনেটর জুলফিকার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাদেকুজ্জামান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বানভাসি মানুষের খাদ্য মজুদ রাখার লক্ষ্যে দুঃস্থ কৃষকদের মাঝে সাইলো বিতরণ করা হচ্ছে।দাতা সংস্থা এফএও এর ন্যাশনাল ফিল্ড অফিসার উত্তম কুমার মজুমদার বলেন, ৬০ লিটার পানি ধরবে এই সাইলোতে। তবে যে কোন ধরনের শুকনো খাবার বা বীজ সংরক্ষণ করতে পারবেন। তিনি বলেন, বানের মাঝে একস্থান থেকে অন্যস্থানে পানিতে ভেসে নেয়া যাবে। সাইলোটি বাতাস ও পানি প্রুফ।তিনি জানান, হলদিয়া ইউনিয়নে আজ ৪শ’ ৩০ কৃষক পরিবারের মাঝে বিতরণ করা হলো। এরআগে ভরতখালি ইউনিয়নে ৪শ’ ৭০ পরিবার ও ঘুড়িদহ ইউনিয়নে ৩শ’ ৩০ পরিবারের মাঝে সাইলো বিতরন করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৪শ’ ১০ পরিবারের মাঝে গবাদী পশুর দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। প্রতি পরিবার ৫০ কেজি করে গবাদী পশুর দানাদার খাদ্য সুবিধা পেয়েছে।