
আত্মপ্রকাশের অপেক্ষায় থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দলে আহবায়ক হিসেবে যোগ দিতে যাচ্ছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। আগামী ২৮ অথবা ৩০ সেপ্টেম্বর নতুন এ দলের ঘোষণা আসতে পারে।
গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) নতুন এ দলের একটি খসড়া কমিটি তৈরি হয়েছে বলে সূত্র জানিয়েছে। ওই কমিটিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী উপদেষ্টা হিসেবে রয়েছেন। আর নুর রয়েছেন সদস্য সচিব ও মুখপাত্র হিসেবে।
যদিও এ প্রসঙ্গে স্পষ্ট করে কিছু জানাননি রেজা কিবরিয়া। তিনি বলেন, নুরদের সঙ্গে আমি আমি অনেকদিন ধরেই কাজ করছি। তাদের চিন্তা পজিটিভ। দল ছোট হলেও জনসমর্থনে তারা অনেক বড়।
রেজা কিবরিয়া বলেন, সুষ্ঠু ভোটের নিশ্চয়তা ছাড়া নির্বাচনে অংশ নেওয়া যাবে না। নির্বাচনে গেলে পরিস্থিতি আগের মতোই হবে। আসল নির্বাচন হবে না।
দল গঠনের প্রাথমিক লক্ষ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের জন্য নিবন্ধন থাকতে হবে। দল প্রতিষ্ঠার পর আবেদন করবো। ইতোমধ্যে নিবন্ধনের শর্ত আমরা পূরণ করেছি। আরও কাজ চলছে বলেও জানান নুরুল হক।
নির্বাচন প্রসঙ্গে নুরুল হক বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমরা ৩০০ আসনেই প্রার্থী দেবো। আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হলে আন্দোলন করবো। তবে সরকার ইতোমধ্যে নির্বাচনের বিষয়ে যা বলছে, তাতে মনে হচ্ছে তারা সেফ-এক্সিটের জন্য মধ্যবর্তী নির্বাচনে আগ্রহ দেখাচ্ছে।
জানা গেছে, সম্ভাব্য নতুন দলের মুখ্য নেতা নুরুল হক নুর। প্রাথমিক আহ্বায়ক কমিটি হবে ১০১ বা ১৫১ সদস্য বিশিষ্ট। পাশাপাশি ১৫-২০ সদস্যের নীতিনির্ধারণী ফোরামও থাকবে।