1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎“সংস্কার ও হত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন হওয়া উচিত”—-মাওলানা মমতাজ ‎লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান পীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আমেজ সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলির ধাক্কায় প্রতিবন্ধী মহিলা নিহত পলাশবাড়ীতে ১টি কিনিক এবং ২টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পলাশবাড়ীতে এবার ৫৭ পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উদ্যাপনে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন গাইবান্ধায় ‘স্কিল অ্যান্ড ইনোভেশন’ প্রতিযোগিতা বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জের নাকাইহাটে রাস্তা পাকাকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটে রাস্তা পাকাকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই ও হরিরামপুর নাগরিক কমিটির উদ্যোগে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নাকাইহাট কলেজ মোড় হতে পশ্চিম পোগইল হয়ে নলেয়ার ব্রীজ পর্যন্ত মানববন্ধনে এলাকার শত-শত নারী পুরুষ এবং শিশু-কিশোররা শতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ নেয়। এসময় তারা নাকাইহাট হতে নলেয়ার ব্রীজ পর্যন্ত অতিসত্তর রাস্তাটি পাকাকরণের দাবী জানান।
তারা আরো জানায়, রাস্তাটির বেহাল দশার কারণে অত্রালাকার মানুষের জীবনযাপন এখন দূর্বিসহ হয়ে উঠেছে। অথচ তাদের দেখার কেউ নাই। রাস্তার উন্নয়ন ব্যতিরেখে আগামীতে জনপ্রতিনিধিরা অত্র এলাকায় ভোট চাইতে আসলে তাদের প্রতিহত করা হবে।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিম পোগইল গ্রামের সন্তান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী ও ভারত কমিটির সভাপতি মীর এমএম শামীম।
মাহমুদ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী খন্দকার মাহমুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখা সভাপতি ও উপজেলা আওয়াম ীলীগ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আব্দুর নূর, নাকাইহাট ইউপির সাবেক চেয়ারম্যান ওহেদুন্নবী সরকার, নাকাইহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার এরফান উদ্দিন, পোগইল দাখিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান সরকার, ইউপি সদস্য নুরুল ইসলাম প্রধান, নাকাইহাট হরিরামপুর নাগরিক কমিটির আহবায়ক এসএম সোহেল ও আব্দুল লতিফ সরকারসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, নাকাইহাট কলেজ মোড় হতে পশ্চিম পোগইল হয়ে নলেয়ার ব্রীজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তাটির বেহাল দশা অত্র এলাকার প্রায় বিশ হাজার মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। রাস্তাটির দু’পাশ যেমন ভেঙে পড়েছে তেমনি একটু বৃষ্টি হলেই খানা-খন্দে যানবাহন তো দূরের কথা হেটে চলাচলে উপযুক্ত নয়। রাস্তাটিকে কেন্দ্র করে একটি কলেজ, একটি দাখিল মাদ্রাসা, দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি হাফেজিয়া মাদ্রাসা ও শিমুলতলী নামক একটি বাজার গড়ে উঠেছে।এমন জনগুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ধর্ণা দিয়েও কোন সুরাহা পাওয়া যায়নি।
তারা আরো বলেন, ২০০৯ সালে এলাকার কয়েকজন ব্যক্তির প্রচেষ্টায় রাস্তাটির আইডি নম্বর (১৩২৩০৪১৩৫) সহ টেন্ডারের পর্যায়ে পৌঁছালেও কোন এক অদৃশ্য কারণে তা আর অগ্রগতি হয়নি।
অতঃপর ২০১৯ সালে তার তৎপরতায় এবং মহান জাতীয় সংসদের হুইপ জনাব মাহাবুব আরা বেগম গিনি’র নির্দেশে ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী’র ডিও নিয়ে গাইবান্ধার নির্বাহী প্রকৌশলীর দপ্তর হতে ২৮ নভেম্বর ২০১৯ তারিখে ৪৬.০২.৩২০০.০০০. ১৪.০০১. ১৯-২৪৩৬ স্মারকমূলে প্রাক্কলিত মূল্য নির্ধারণ পূর্বক প্রকল্প পরিচালক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পর্যায়-২ বরাবর পত্র প্রেরণ করা হলেও তা বাতিল হয়ে যায়।
চলতি বছরের মার্চ মাসে তিনি বিষয়টি হুইপ মাহাবুব আরা বেগম গিনি’র দৃষ্টিতে পূণরায় আনলে মাননীয় হুইপ, নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধাকে নির্দেশ দেন যাতে করে এই বছরের প্রস্তাবিত প্রকল্প সমূহের মধ্যে রাস্তাটি পূণরায় অন্তর্ভুক্ত করা হয়। বর্তামানে রাস্তাটি আরডিআরআইআইপি-৩ প্রস্তাবিত প্রকল্প হিসেবে মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশের রাস্তা ঘাটের উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। শুধু তাই নয়, তাঁর সুদৃঢ় নেতৃত্বে সারা দেশ আজ উন্নয়নের মহাসড়কে উন্নিত হয়ে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে আখ্যায়িত হচ্ছে। তাই রাস্তাটি জরুরী ভিত্তিতে পাকাকরণের প্রকল্পের আওতায় নেয়ার দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft