গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এনজিও প্রতিনিধির ভূমিকা শীর্ষক এক কর্মশালা রোববার বিকেলে গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মজিবর রহমান পাটোয়ারি সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এবং গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ রোখছানা বেগম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, ব্র্যাকের অমল কুমার দাম, এনজিও প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, মহিরুল ইসলাম তুষার, সুরুজ হক লিটন, আশরাফুল ইসলাম, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মজিদ প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেয়।