গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাখালি বালুয়াহাট প্রচেষ্টা ফ্রেন্ডস্ ক্লাবের দ্বি-বার্ষিক সন্মেলন উপলক্ষে এক আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়াহাট প্রচেষ্টা ফ্রেন্ডস্ ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ যুগ্ম আহবায়ক ও তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান নজমু, সহ-সভাপতি খন্দকার আব্দুর রহমান মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগ আহবায়ক ফরহাদ আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ যুগ্ম আহবায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মুকতার হোসেন সাদ্দাম, যুগ্ম আহবায়ক বাবুল ইসলামসহ প্রচেষ্টা ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সন্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।