গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বঙ্গবন্ধু মার্কেট হিসাবে পরিচিত উপজেলা আওয়ামীলীগের দলীয় নিজেস্ব কার্যালয় বঙ্গবন্ধু ভবনের ছাঁদ ঢালাই এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ই সেপ্টেম্বর শনিবার পলাশবাড়ী পৌরশহরের প্রান কেন্দ্রে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের ছাঁদ ঢালাই এর শুভ উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সহ -সভাপতি আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সহ -সভাপতি এনামুল হক মকবুল ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির তত্বাবধানে ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সর্বসম্মতিতে অবশেষে দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্নের ঠিকানা দৃশ্যমান হলো বঙ্গবন্ধু ভবন।