গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ গাইবান্ধা সাব-চ্যাপ্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সাব-চ্যাপ্টারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ছিলেন গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, গাইবান্ধা সাব-চ্যাপ্টারের সদস্য সচিব ফরিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়ানুরাগী, স্পেশাল অলিম্পিকসের ক্রীড়াবিদ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।