গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৯সেপ্টেম্বর)সকালে উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু হল সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্লাপুর)আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ সাধারণ সম্পাদক অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,আনোয়ারা বেগম,
থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা ও মহদীপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।
সভায় চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও সন্তোষজনক উল্লেখসহ আরো উন্নতিকল্পে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।