
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় কালে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেছেন স্ব-স্ব অবস্থান থেকে সম্মিলিত এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামগ্রিক উন্নয়ন সাধনের মাধ্যমে এলাকাকে এগিয়ে নিতে হবে। জননেতার জনপ্রিয় নেতা হতে চাইলে উন্নয়নের স্বার্থে যতসব অনিয়ম, অন্যায়-দূণীতি ও স্বেচ্ছাচারিতা আন্তরিক ভাবে পরিহার করতে হবে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধায় পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজার সড়কে নিজ বাসভবনের ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবু বকর প্রধান, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি এনামুল হক মকবুল, অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ছাড়াও বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।