গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারের নেতৃত্বে এসআই আরিফ, এএসআই মুশফিক, মাসুদ ও সাইফুল-২সহ একটি টিম নিয়মিত চেকিং কালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরশহরের বাঁধন পেট্রোল পাম্পের সন্নিকটে ঢাকাগামী এসআর পরিবহনের একটি বাসে অভিযান চালায়।
এ সময় তিনটি স্কুল ব্যাগে থাকা ৯৪ বোতল ফেনসিডিল উদ্বারসহ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দল্লা নুনামাটি গ্রামের মৃত হামিদুলের ছেলে মাদক বাসযাত্রী মাসুদ রানা(২০), একই উপজেলার দল্লা বানিয়া খাড়ি গ্রামের হাফিজারের ছেলে নুর ইসলাম (২১) ও সদর উপজেলার বড়াইপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে সাকিবকে (২০) হাতে-নাতে আটক করে।থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, আটককৃতদের থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদেরকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।