আফগানিস্তানে দুই পাকিস্তানি কূটনীতিককে অপহরণ করা হয়েছে। শুক্রবার পাকিস্তানে আসার জন্য রওনা দিলে রাস্তা থেকে তাদের অপহরণ করা হয়।
এই অপহরণের সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ অপহরণ করতে পারে।
অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকার আফগানিস্তানকে তাদের সবোর্চ্চ শক্তি নিয়োগ করে কূটনীতিকদের খুঁজে বের করার দাবি জানিয়েছে।
এই ঘটনার তদন্ত করে দোষিদের বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে পাকিস্তান। জানা যায়, আফগানিস্তান ইতিমধ্যে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।
সূত্র: রয়টার্স