
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার বালাসী-জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্রে সড়কসহ বহুমুখী সেতু অথবা টানেল বাস্তবায়নের দাবীতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ফেরি সার্ভিস চালুর নামে রাষ্ট্রীয় ১৪৫ কোটি টাকা অপচয় ও লুটপাতের সাথে জড়িতদের বিচার এবং ব্রহ্মপুত্র নদীতে সেতু বা টানেল বাস্তবায়নের দাবীতে ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি গাইবান্ধা আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. আশরাফ আলী, সাধারণ সম্পাদক ওমর হায়াৎ স্বপন, শহিদুল্লাহিল ফারুক, মাছুদুর রহমান মাসুদ, আনারুল ইসলাম লেবু, নেয়ামুল আহসান পামেল, নুর মোহাম্মাদ বাবু, আতাউর রহমান, রোমান, মাহামুদুন্নবী জাহাঙ্গীর, আতোয়ার রহমান, আব্দুল মোতালেব ও আবু বকর সিদ্দিক প্রমুখ।
বক্তারা ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদঘাট পর্যন্ত সড়কসহ বহুমুখী সেতু বা টানেল বাস্তবায়নের জোড় দাবী জানান। সেইসাথে বালাসী-বাহাদুরাবাদ পর্যন্ত ফেরি সার্ভিস চালুর জন্য বিআইডাব্লিউটিএ ১৪৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনালসহ অবকাঠামো নির্মাণ শুধুমাত্র রাষ্ট্রীয় অপচয়। সম্প্রতি বিআইডাব্লিউটি-এর এক প্রতিবেদনে এই পথে আর ফেরি চালু করা সম্ভব নয় বলে উল্লেখ করা হয়। বক্তারা এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি এবং দূর্ণীতির উৎস খুঁজে বের করে শ্বেতপত্র প্রকাশের দাবীসহ আর ফেরী নয়, ঘাট নয়, লঞ্চ নয় শুধুমাত্র একদফা এক দাবী বালাসী-বাহাদুরাবাদ পর্যন্ত সড়কসহ রেলসেতু অথবা টানেল নির্মাণ করতে হবে।