
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে সুফলভোগীদের মাঝে মুঠো জাল এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে সুফলভোগী মৎস্য চাষীদের মাঝে মুঠো জাল এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রদীপ কুমার সরকার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান প্রমুখ। উপজেলার মহদীপুর ইউপি’র ছোট ভগবান গ্রামের সুফলভোগী মৎস্য চাষীদের মধ্যে প্রল্লাদ, রহিদ্র, রনি কুমার ও নিখিল কুমারকে মাছ ধরার মুঠো জাল বিতরণ করা হয়। শেষে উপজেলার হোসেনপুর ইউপি’র জগন্নাথপুর গ্রামের সফল মৎস্য চাষী আবুল কালামের ছেলে মিলন মিয়া সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।