
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা জাসদ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচির সুচনা হয়। পরে কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দলীয় কার্যালয়ে নিরাপদ শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় যুব জোটের সভাপতি সুজন প্রসাদের সভাপতিত্বে এবং প্রচার-প্রকাশনা সম্পাদক দিদারুল ইসলাম নিশাতের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সভাপতি গোলাম মারুফ মোনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার পারভেজ বাবু, দিলরুবা পারভীন লিমা, রনজিৎ চন্দ্র বর্মন, কালাম খান, মিজানুর রহমান সিদ্দিক ও মোছাদ্দেকুল ইসলাম আদনান প্রমুখ।