
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেয়ার দাবীতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনের বেলা ১১টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের থানা ও জেলা নেতৃবৃন্দ অংশ নেন।
গাইবান্ধা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাও. ইসমাইল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, যুগ্ম-সম্পাদক মাওলানা আল-আমীন-বিন হোসাইন, উপদেষ্টা মুহা. মঈনুল হক ও প্রচার স¤পাদক হাফেজ মাও. মাসুদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, করোনা মহামারির অজুহাতে সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা নানা অপরাধমূলক কাজে জড়িত হচ্ছে। পাড়ায় মহল্লায় সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাং, বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। আর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভুতুরে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এ অবস্থা বেশিদিন চলতে থাকলে সামাজিক অস্থিরতা বাড়বে এবং মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। এজন্য অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন রক্ষার দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।