
গাইবান্ধার সাঘাটা উপজেলার হরিজন সম্প্রদায় ও বিভিন্ন জনগোষ্ঠির মধ্যে বৈষম্য দূর করতে সেলুন ও চা দোকানদারদের সাথে মতবিনিময় করেন ইউএনও সরদার মোস্তফা শাহিন। আজ বুধবার উপজেলার বোনারপাড়ায় হরিজন কলোনী পরিদর্শন শেষে সেলুন ও চা দোকানদারদের সাথে উন্মুক্ত মতবিনিময়ে বৈষম্য নিয়ে কথা বলেন ইউএনও।
তিনি বলেন সমাজ ও সংসারে তারাও মানুষ। তাদের মাথা উচু করে বেঁেচ থাকার অধিকার আছে। রাষ্ট্র, সমাজ, ইসলামের দৃষ্টি থেকেও তিনি বিভিন্ন কথা উল্লেখ করে তাদের সেবা করার অনুরোধ করেন। হরিজন সম্প্রদায়ের নেতা দিলীপ বাসফোর ও রাজেশ বাসফোর বলেন সেলুন কিংবা হোটেল রেস্তোরা ও চায়ের দোকানে গেলে বৈষম্যের দৃষ্টিতে দেখা হয়। অনেক সময় আমাদের লাঞ্চিত হতে হয়। এ সময় চায়ের দোকানে হরিজন নেতাদের সাথে মানবিক ইউএনও চা চক্রে মিলিত হয়।