
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত। রাইচ কুকার ভর্তি ভাত ও নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে চোরদল নির্বিঘনে কেটে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানা যায়, শহরের ঘোড়াঘাট সড়ক সংলগ্ন নুনিয়াগাড়ীর সাজুু-জ্যোৎস্না দম্পতি সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বাসা থেকে শহরে বেড়িয়ে পড়ে।কেউ না থাকার সুযোগে চোরদল প্রাচীর টপকিয়ে বাসার ভিতরে ঢুকে পড়ে। এসময় শয়নঘরের তালা কেটে নগদ ৫০ হাজার টাকা,এক ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নতুন ও পরিধেয় পোশাক-পরিচ্ছদ, বিছানার চাদর, কসমেটিকস সামগ্রী ও স্কুল ব্যাগ ছাড়াও নানা সামগ্রী নিয়ে চোরদল দ্রুত কেটে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারটি এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।