
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় স্বল্প পরিসরে এবং ঘরোয়া পরিবেশে পালন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।
সোমবার (৩০ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও পূঁজা উদ্যাপন পরিষদের সহযোগিতায় গাইবান্ধায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করছে। বেলা ১২টার দিকে কালেক্টরেট সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গাইবান্ধার সহকারি পরিচালক মো. হামিদুর রহমান বিপ্লব, গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, পূঁজা উদ্যাপন পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি পরেশ চন্দ্র সরকার, দৈনিক জনসংকত সম্পাদক দীপক কুমার পাল, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, সদর উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ ও পুরোহিত কল্যাণ পরিষদের উপদেষ্টা কালিপদ মূখার্জী প্রমুখ। পরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।