
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা মৎস্য অধিদপ্তরে আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে মৎস্য সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়ার খাঁন বিপ্লব। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম। উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমির সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খাজানুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ।