
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ‘বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালনোপলক্ষে সাংবাদিকদের সাথে মৎস্য অধিদপ্তরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রদীপ কুমার সরকার জানান, জাতীয় মৎস্য সপ্তাহ জাতীয় মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর-২০২১) পালন উপলক্ষে দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে পলাশবাড়ী উপজেলা এগিয়ে যাচ্ছে। বেকার যুবকরা মাছ চাষে মনোযোগী হওয়ায় তাদের বেকারত্ব দুর হচ্ছে। নিরলস প্রচেষ্টার মাধ্যমে মাঠ পর্যায় চাষীদের নিবিড় পরামর্শসহ উম্মুক্ত জলাশয় গুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঘাটতি পুরণে সক্ষম হবো। উপজেলায় মৎস্য চাষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৎস্য অভায়ারন্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করণ, দেশি জাতের বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির মাছ রক্ষার্থে করণীয় বিষয়ে প্রচার-প্রচারনা, বিভিন্ন হাট-বাজারে ক্ষতিকর কারেন্ট জালের উপর মোবাইল কোর্ট পরিচালনা, সুফল ভোগীদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরন বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এসময় প্রেস ক্লাব পলাশবাড়ী’র সভাপতি মন্জুর কাদির মুকুল, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাংবাদিক শহিদুল ইসলাম ও মাসুদুর রহমান মাসুদ ছাড়াও গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ছাড়াও উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সংশ্লিষ্টবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।