
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের পুরনো একটি রেকর্ডভুক্ত মানুষজনের চলাচলের রাস্তা কেটে ছোট করার অভিযোগ উঠেছে স্থানীয় মোহাম্মদ আলী মুন্সি গংদের বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ, দাউদপুর গ্রামের গাব গাছের তল থেকে আশরাফের বাড়ির মোড় পর্যন্ত রেকর্ডভুক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষজন সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে আসছে। এরই মধ্যে রাস্তার পাশের জমির মালিক মোহাম্মদ আলী ও তার ভাই সাইদার আলী দীর্ঘদিন ধরে রাস্তা চলাচলে বাঁধা সৃষ্টি করে আসছেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তাটি সংস্কারের কাজেও বাঁধা দেওয়াসহ বিভিন্ন হুমকি দেয় তারা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে গ্রাম পুলিশের উপস্থিতিতে রাস্তাটি মাটি ভরাট ও সংস্কার কাজ করে শ্রমিকেরা।
কিন্তু সংস্কার কাজ শেষ না হতেই মোহাম্মদ আলীর তার জমির পাশের রাস্তার মাটি কেটে সরিয়ে ফেলেন। এছাড়া রাস্তার সঙ্গে থাকা পানি সরবরাহের জন্য একটি ড্রেনও কেটে ফেলেন তিনি। এতে রাস্তাটি সরু হয়ে পড়ায় জনসাধারণের চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। ফলে বৃষ্টি ও বর্ষা মৌসুমে সরু রাস্তায় চলাচলে যে কোন সময় দুর্ঘটনার আশষ্কা করছেন স্থানীয়রা।
এ নিয়ে সম্প্রতি মোহাম্মদ আলীর বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এতে পুনরায় রাস্তাটি রেকর্ডভুক্ত অনুযায়ী সংস্কার করনে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত মোহাম্মদ আলীর বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল জানান, রাস্তাটি জনসাধারণের চলাচলের সুবিধার্থে মাটি ভরাটসহ সংস্কার করা হয়। কিন্তু সেই রাস্তা ব্যক্তি স্বার্থে কেটে চলাচলের অসুবিধার সৃষ্টি করলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আনীত অভিযোগের বিষয় জানতে মোহাম্মদ আলী ও তার ভাইদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।