গাইবান্ধা জেলার সাত উপজেলায় এবার এইচএসসি, ব্যবসায়িক ম্যানেজমেন্ট, আলিম, ভোকেশনাল, ডিপ্লোমা কমার্স এর পরীায় ১৯ হাজার ৯শ’ ৪৪ জন পরীার্থী অংশ নিয়েছে। সাত উপজেলায় মোট ৫১টি কেন্দ্রে এইসব পরীা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে এইচএসসি ১৪ হাজার ১৪০, ব্যবসায়িক ম্যানেজমেন্ট ৪ হাজার ২৭৮, আলিম ১ হাজার ৩৭৪, ভোকেশনাল ১১১, ডিপ্লোমা কমার্স ৪১ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকল কেন্দ্রের পরীার সুষ্ঠু পরিবেশ বিরাজ করছিল।