প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেও’য়ার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্টরাও শুরু করেছেন নানাবিধ প্রস্তুতি। সংক্র’মণের হার আর একটু কমলেই ধা’পে ধাপে শিক্ষা প্রতি’ষ্ঠান খুলে দেয়া হবে বলে জানি’য়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি।
তবে শুরু থে’কেই আগের মতো সপ্তাহে ৬ দিন ক্লাস করার সুযো’গ থাকবে না বলে জানিয়ে’ছেন তিনি।
মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শ্রদ্ধায় স্মরণে ৭৫’ শীর্ষ’ক অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের জন্য সু’খবর হচ্ছে যে দেশে ক্রমশ সংক্র’মণের হার কমছে। এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দে’য়া যাবে। সামাজিক দূরত্ব নি’শ্চিত করতেই শি’ক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে।
তিনি আরও বলেন, আমা’দের শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকো’নো দেশের তুলনায় বেশি। বর্ত’মানে যে অবস্থা সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই হয়’তো শুরু থেকেই সপ্তাহে ৬ দিন ক্লা’স করার সুযোগ পাওয়া যাবে না।
উল্লেখ্য, দেশে প্রথমবার করোনা’ভাইরাস শনাক্ত হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের স’ব ধরনের শিক্ষা’প্রতিষ্ঠান। মাঝে কয়েকবার চেষ্টা করেও করো’না পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতি’ষ্ঠান খো’লা সম্ভব হয়নি।