এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার করে বিভাগীয় উপ-পরিচালকের অফিসে নেয়া হয়েছে। এক অফিস আদেশে জানা যায় মহা-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের টেলিফোন বার্তায় রংপুর বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার করে রংপুর বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়ে সংযুক্ত করেছেন। একটি বিশ^স্ত সূত্রে জানা গেছে, শনিবার উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম-দপ্তরী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রার্থীদের নিকট থেকে শিক্ষা অফিসারের বিরুদ্ধে উৎকোচ গ্রহণে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষ এ আদেশ জারি করেন। পাশাপাশি সিনিয়র সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম অফিসের স্বাভাবিক দায়িত্ব পালন করবেন মর্মে আদেশ দিয়েছেন।