
দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদ পরবর্তী চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের ষষ্ঠদিন বুধবার (২৮ জুলাই) সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পৃথক নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ মামলায় ৪ হাজার ২শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে এসআই রামচন্দ্র প্রামানিকসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরশহরসহ উপজেলার বরিশাল ইউনিয়নের বিভিন্ন স্থানসহ আমলাগাছী, ঢোলভাঙ্গা ও ঠুটিয়াপাকুর এলাকায় অভিযানে পৃথক ৫ মামলায় ৩ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
অপরদিকে; সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহির ও এসআই মানিক রানাসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় পলাশবাড়ী পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৩ মামলায় ১ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন।
প্রশাসনিক টিম এসময় সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নসহ জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের মরণ সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন। এসময় সর্বস্তরের সবাইকে সুস্থ্য থাকতে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ জানানো হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রমের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।