মোঃ শাহরিয়ার কবির আকন্দ পলাশবাড়ী ( গাইবান্ধা)
পলাশবাড়ীতে করতোয়া নদীর বামতীঁর সংরক্ষণ বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মানের পর এই বার নিয়ে তিনবার ধসে পড়ে গিয়েছে । এলাকাবাসী বলছেন, নির্মান কাজে অনিয়মের কারণেই একে একে তিন বাৱ ব্লকসহ ধসে পড়ল বাঁধেৱ বিভিন্ন অংশে ৷
জানাযায়, গাইবান্ধা জেলাৱ পলাশবাড়ী উপজেলাৱ কিশোগাড়ী ইউনিয়নেৱ সীমান্তে এবং পীৱগঞ্জ উপজেলাৱ চতরা সিমান্তে টোংৱাদহে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তর রংপুরের অধীনে জনৈক ঠিকাদাৱ কর্তৃক ৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নে করতোয়া নদীৱ বাম তীৱ সংৱক্ষণ বাধঁনির্মানেৱ সময় পড় পড় দু,”বাৱ ধসে পরে যায় ৷এৱ পর নির্মাণ কাজ শেষ হওয়াৱ পর বর্ষা মৌসুমেৱ শুরুতেই গত ১৫/১৬ দিন পূর্বেই আবাৱ প্রায় ৫০ ফূট বাঁধ ব্লকসহ ধসে পড়েছে ৷ গতকাল ২৩ জুলাই বাঁধটিতে সরেজমিন গিয়ে দেখাযায় ব্লকগুলো ধসে পড়ে নদীর মাঝে চলে গেছে।
নাম প্রকাশে অনিইচ্ছুক স্হানীয়রা জানান, কাজেৱ ব্যাপক অনিয়ম ও ত্রুুটিৱ কাৱনেই বাৱ বাৱ বাঁধ ধসে পড়ছে ৷