গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর আয়োজনে শনিবার উপজেলার কুবিাড়ী ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ছিদ্দিক হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, থানার অফিসার ইনর্চাজ মজিবুর রহমানপিপিএম,হাইওয়ে থানার ওসি আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ন সম্পাদক যথাক্রমে জাকারিয়া ইসলাম জুয়েল, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করেন মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এবাদুর রহমান।