গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
পোল্ট্রি শিল্পের খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পোল্ট্রি খামারী মালিক এসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা চত্ত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি সাইফুর রহমান তুহিন পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ডিলার এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই, উপজেলা বাসদের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা পোল্ট্রি খামারী মালিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোনারুল ইসলাম মিঠু, খামারী হাবিবুর রহমান আকন্দ, পীরজাদা আব্দুল কাইয়ুম, শাহ আলম সরকার, জহুরুল ইসলাম, আজাদুল শেখ, জয়নাল শেখ, সাইদুর রহমান ও আহসান আলী প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, একটি সিন্ডিকেট মুরগির খাবারের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করছে। বাজেটে পোল্ট্রি শিল্পের খাবারের দাম কমালেও হঠাৎ করেই ঘোষণা ছাড়াই ৫০ কেজি বস্তায় ১২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে তারা। অবিলম্বে পোল্ট্রি খাবারের দাম কমাতে হবে। খাবারের দাম বাড়ছে কিন্তু মুরগির দাম কমছে। এতে করে দেশের তৃণমূল্যের খামারীরা সর্বশান্ত হচ্ছে। প্রান্তিক খামারীদের স্বার্থ রক্ষায় গঠিত সিন্ডিকেট ভেঙ্গে পোল্ট্রি খাবারের দাম অবিলম্বে কমানোর আহবান জানান।