গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ধনাঢ্য বিশিষ্ট ব্যবসায়ি, ড্রীমল্যান্ড নবী নার্সারির সত্ত্বাধিকারী, এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম রশীদুন-নবী চাঁন্দ সরকার ওরফে চাঁন প্রফেসর-এর ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় দিকে রাজধানী ঢাকার শিকদার মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন চিকিৎসক মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছিলেন।
পলাশবাড়ী পৌরশহরের ৮নং ওয়ার্ড বৈরী হরিণমারী (শ্রীপুর) গ্রামের সভ্রান্ত সরকার পরিবারের মরহুম রহিম উদ্দিন সরকারের একমাত্র ছেলে রশীদুন-নবী চাঁন্দ সরকার।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১৭ জুলাই) সকাল ১০টায় পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণে প্রথম জানাজা এবং গ্রামের বাড়ীতে সকাল ১১টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে সরকার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা করা হয়। এরআগে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় এমপি ও আওয়ামী লীগ দলীয় পুষ্পার্ঘ্য অর্পন করেন।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনের সাংসদ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, শহিদুল ইসলাম বাদশা ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি প্রদান করেছেন।