গাইবান্ধার গোবিন্দগঞ্জে মামার বাড়ীতে বেড়াতে এসে নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী তানিয়া (১৬) মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, পৌর শহরের বালিয়ামারী (খলসী চাঁদপুর) এলাকার চড়পাড়া খেয়াঘাট সংলগ্ন করতোয়া নদীতে। সে উপজেলার তালুক রহিমাপুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা।
স্থানীয়রা জানান, তানিয়া তার মামাতো বোনের বিয়ের দাওয়াতে দু’দিন আগে পৌর শহরের চড়পাড়া গ্রামের মামা বুলু মিয়ার বাড়ীতে আসে।
গতকাল শুক্রবার (১৬ জুলাই) দুপুরে তানিয়া তার দুই মামাতো বোনের সাথে মামার বাড়ীর অদূরে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
পরে স্থানীয় লোকজন ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুজির করতে থাকে। এক পর্যায়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘন্টা পর বিকেল ৫টায় দিকে তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি ঘটনাস্থলে এসে ওই শিক্ষার্থীর স্বজনদের শান্তনা দিতে দেন। ওই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।