গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় গোবিন্দগঞ্জ পৌরসভার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সরকারের ঘোষিত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। এসময় প্যানেল মেয়র ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকন্দ, প্যানেল মেয়র ৬নং ওয়ার্ড কাউন্সিলর রিমন কুমার তালুকদার, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, মিজানুর রহমান রিপন, মোখলেছুর রহমান, সামুছ উদ্দিন ভেলা, মহিলা কাউন্সিলর জহুরা বেগম, সুইটি বেগম ও শাহনাজ বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মুকিতুর রহমান রাফি জানান, করোনায় কর্মহীন হয়ে পড়া পৌরসভা এলাকার বিভিন্ন শ্রেণীপেশার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এসব খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি সোয়াবিন তেল ও ১টি সাবান দেয়া হচ্ছে।