
করোনাভাইরাসের চলমান কঠোর লকডাউন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জুলাই) সকাল থেকে পলাশবাড়ী মহিলা ডিগ্রী ফাজিল মাদ্রাসা মাঠে সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যের সহযোগিতায় ২ হাজার ৫শ’ ৪০টি সুবিধাভোগী অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। বিতরণকালে সুবিধাভোগীরা স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করে প্রথমে মহিলা ও পরে পুরুষদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়। এসময় পৌর প্যানেল মেয়র, কাউন্সিল’রবৃন্দ ও পৌর সচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাসহ উপস্থিত ছিলেন।