
বাংলাদেশে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে ‘অন-অ্যারাইভাল ভিসা’ সুবিধা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত বৃহস্পতিবার এ নির্দেশনা জারি হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের ক্ষেত্রে এ আদেশ কার্যকর থাকবে। তবে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বিদ্যমান অন-অ্যারাইভাল ভিসা সুবিধার আওতায় থাকবেন।
ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ (বেবিচক) সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। বেবিচক সূত্র জানায়, তারা এরই মধ্যে নির্দেশনা কার্যকর করেছে। বিদেশি কেউ আপাতত বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। তবে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কোভিড-১৯ মুক্ত সনদ দেখাতে হবে।
এর আগে মহামারীর কারণে গত বছরের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করা হয়। এরপর স্থগিতাদেশের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল।