পলাশবাড়ীতে কঠোর লকডাউনের নবম দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় ৪ মামলায় ৪ জনকে এক হাজার আটশত টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।
দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের নবম দিন শুক্রবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনা ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন।
এসময় জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন।এছাড়া সর্বস্তরের সবাইকে ঘরে থাকার পরামর্শসহ সরকারি স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরন করার অনুরোধ জানানো হয়।ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।