তীব্র তাপদাহে পুড়ছে কানাডা। দেশটির বাসিন্দারা এর আগে কখনও এমন তাপপ্রবাহ দেখেনি। চলতি সপ্তাহেই টানা তিনদিন দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। তীব্র এই তাপপ্রবাহে দেশটির পশ্চিমাঞ্চলে গত পাঁচদিনে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।
যদিও তাপদাহের কারণে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি কানাডার কর্তৃপক্ষ। কিন্তু ব্রিটিশ কলম্বিয়ার প্রতিকূল আবহাওয়ার কারণে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ কলম্বিয়াসহ পশ্চিমাঞ্চলীয় এলাকায় সম্প্রতি তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের চিফ করোনার লিসা লাপয়েন্তে জানিয়েছেন, গত শুক্রবার থেকে বুধবার বিকেল পর্যন্ত তারা অন্তত ৪৮৬ জনের মৃত্যুর খবর পেয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এই কর্মকর্তা বলেন, গত পাঁচদিনে ব্রিটিশ কলম্বিয়ায় নজিরবিহী মৃত্যুর ঘটনা ঘটেছে।
এই অঞ্চলে তাপমাত্রা বাড়ার জন্য তথাকথিত ‘হিট ডোম’কে দায়ী করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের বিশ্বাস হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনেরও একটা প্রভাব রয়েছে। এদিকে মঙ্গলবার কানাডায় ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।
সূত্র: আল জাজিরা