গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা ও নির্বাচন কমিশনার পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের প্রধান বাড়ীর সন্তান বাদশা প্রধান(৬০)আর নেই।দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।সোমবার দিনগত গভীর রাতে তাঁর নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা,স্ত্রী,বোন,ছেলে-মেয়ে,নাতী-নাতনী,পারিবারিক সদস্য,সহকর্মি,পাড়াপ্রতিবেশি, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার বাদ যোহর বাড়ী চত্বরে স্বাস্থবিধি মেনে পলাশবাড়ী পৌর মেয়র এবং মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,পৌর কাউন্সিলর মাসুদ করিম প্রধান, অন্যান্য কাউন্সিলর ও মোটর শ্রমিক নেতা ছাড়াও সাধারন শ্রমিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।শেষে প্রধান বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
বাদশা প্রধানের অকাল মৃত্যুতে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক,রাজনৈতিক ও পেশাজীবিসহ বিভিন্ন সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।