
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একুশে পরিবহনের একটি এসি বাস খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আরো হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার শুক্রবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিট উদ্ধার কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- পান্থ (২৭) ও পপি (৫)।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কালাম জানান, বৃষ্টির মধ্যে একুশে পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। চারজনকে আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই জানান, বাসের চালক পলাতক। বাসটিকে রেকার দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।সূত্র- আরটিএনএন