
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ও মোল্লাচর ইউনিয়নের বাজে চিথুলিয়া চর নদী ভাঙ্গনে এলাকার পরিদর্শন এবং চরে বসবাসরত ৫শ’ ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করা হয়েছে।
শনিবার (২৬ জুন) সকালে উপজেলার মোল্লাচর ইউনিয়নের বাজে চিথুলিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে কোভিড-১৯ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম মোহাম্মদ মাহাবুব উল্লাহ, কামারজানি ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ও মোল্লাচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই মন্ডলসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার কামারজানি ও মোল্লাচর ইউনিয়নের ৫শ’ ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন, শিশু খাদ্য, গো খাদ্য ছাড়াও নগদ অর্থ বিতরণ করা হয়।