
গাইবান্ধার পলাশবাড়ীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নিরাপদ মাতৃত্ব, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনাসৃষ্টি, শিশুর পানিতে ডোবা রোধ, জন্ম নিয়ন্ত্রণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক ওয়ারিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুন) সকালে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম ও থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান প্রমুখ ছাড়াও অন্যান্যরা। কর্মশালায় উপরোক্ত বিষয়গুলোর উপর আলোকপাত করে বক্তারা বক্তব্য রাখেন।