আজ গণভবনে বাংলাদেশ কৃষক লীগ কর্তৃক আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক গাইবান্ধা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
অনুষ্ঠানে বৃক্ষরোপন কালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি ও তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর মাঝে কৃষকনেত্রী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ক্যামেরা বন্দি হন । এসময় সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।