গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী পলাশবাড়ী পৌরসভা বালিকা টীম খেলোয়াড়দের এক আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে।
পলাশবাড়ী পৌরসভার আয়োজনে রোববার ১৩ জুন বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে জনাকীর্ণ অনুষ্ঠানে বিজয়ী বালিকা টীম খেলোয়াড়দের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ মো. আব্দুস সোবহান মন্ডল, কাউন্সিলর মাহামুদুল হাসান, মহিলা কাউন্সিলর মোছা. শাহিনুর বেগম, মোছা. জান্নাত আরা শিরিন, বালিকা টীম ম্যানেজার সুরুজ হক লিটন, ম্যানেজার আলহাজ্ব আব্দুল হামিদ, সহকারি ম্যানেজার ওসমান গণি মন্টু ও মনিরুজ্জামান মিথুন প্রমুখ।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হাবিবা খাতুন এবং ম্যান অব দ্য টুর্ণামেন্ট শিরিন আকতারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এরআগে বালিকা টীমে খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে খেলোয়াড়সহ উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য; গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব-১৭-২০২১-এর ফাইনাল খেলায় পলাশবাড়ী পৌরসভা বালিকা ফুটবল দল ৩-০ গোলে গাইবান্ধা সদর উপজেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।