
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর কোনাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তমেলের পুত্র সাজু মিয়া (৪০)’র বাড়ির উঠানে খড়ের গাদা থেকে ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানায়, মোজাম্মেল হোসেন তমেলের ৩ সহোদর পুত্র সাজু মিয়া, লাভলু মিয়া (৩৭) ও রাসেদুল মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। সম্প্রতি সাজু মিয়ার ছোট ভাই লাভলু মিয়া ফেন্সিডিল পাচারের সময় গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের হাতে ধরাও পড়ে এবং তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলাও রয়েছে।
পুলিশ উদ্ধারকৃত ৯৬ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত দেখালে ক্ষিপ্ত গ্রামবাসী তাদের প্রতিক্রিয়ায় জানান, পুলিশ যে তথ্যদাতার নিকট সংবাদ পেয়ে ফেন্সিডিল উদ্ধার করেছেন, অন্তত সেই তথ্যদাতা ভালো করেই জানেন প্রকৃত মালিক কে।
এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ বলেন, ফেন্সিডিল উদ্ধারকালে কাউকে স্পটে পাওয়া যায়নি হেতু ফেন্সিডিলগুলো পরিত্যক্ত দেখানো হয়েছে। তবে তদন্তে কারো সম্পৃক্ততা পেলে নিয়মিত মামলা দেয়া হবে।