
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রস্তাবিত সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকরা ছাড়াও সংগঠনের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।শনিবার (১২ জুন) দুপুরে মতবিনিময়কালে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার মিডিয়া উপ-পরিষদের আহবায়ক মাসুদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা ফুটবল অ্যাসোসিয়েসনের সভাপতি গোলাম মারুফ মনা, ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য অমিতাভ দাশ হিমুন, সাংবাদিকদের পক্ষে গোবিন্দলাল দাস, এসকে মজিদ মুকুৃল, দীপক পাল, সিদ্দিক আলম দয়াল, জাহাঙ্গীর কবীর তনু, ফেরদৌস জুয়েল, রিকতু প্রসাদ, আফরোজা লুনা, এসএম বিপ্লব ইসলাম সহ অন্যরা।লিখিত বক্তব্যে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ চলমান থাকলেও স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে আবারও প্রাণবন্ত হতে শুরু করেছে গাইবান্ধার ক্রীড়াঙ্গণ। বর্তমানে ক্রীড়াঙ্গনের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্রীড়াঙ্গণকে গতিশীল করার কাজ শুরু হয়েছে।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, করোনাকালে সংক্রমনের আশংকায় খেলাধুলা বন্ধ থাকলেও দুস্থ ও অসহায় ক্রীড়া সংগঠকদের সার্বিক সহায়তা দেওয়া হয়েছে। এখন স্বাস্থবিধি মেনে ইতিমধ্যে ১৮টি ক্লাবের অংশগ্রহণে গত ২৯ মে থেকে শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে ফোর স্টার ব্রীকস পাইওনিয়র ক্রিকেট লীগ। শনিবার নবনির্মিত সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে (প্রস্তাবিত) শুরু হয়েছে নাহিদ গ্রুপ ব্যডমিন্টন প্রতিযোগিতা। এতে ৩৮টি ক্লাবের শতাধিক খেলোযাড় বালক, বালিকা, পুরুষ বিভাগে অংশগ্রহন করছেন। আগামী ডিসেম্বর ২০২১’র মধ্যে পর্যায়ক্রমে ভলিবল, টেবিল টেনিস, দাবা, কাবাডি, হ্যান্ডবল, রাগবি, জুডো, কারাতে, অ্যাথলেটিকস এবং প্রথমবারের মত জেলা প্রিমিয়ার ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।তিনি আরো বলেন, মুজিব জন্মশতবর্ষের স্থগিত বিশেষ কার্যক্রম কিছুদিনের মধ্যেই শুরু হবে। চলতি বছর থেকে ক্রীড়া বিষয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য জুরী বোর্ডের মাধ্যমে মনোনীত সাংবাদিককে ‘জেলা ক্রীড়া সংস্থা সম্মাননা’ দেয়া শুরু হচ্ছে।সাংবাদিকরা তাদের বক্তব্যে, ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন । তারা জেলা ক্রীড়া সংস্থাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।