গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের নিমিত্তে সরেজমিন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এবং পলাশবাড়ী উপজেলা বিআরডিবি’র আয়োজনে এ মতবিনিময় সভা উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর মহিলা পল্লী সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন কার্যক্রম বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রশিদুল ইসলাম।
পলাশবাড়ী উপজেলা সমন্বিত দারিদ্র দূরীকরণ প্রকল্প সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় উপ-সচিব আরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী, প্রকল্প পরিচালক ও গাইবান্ধা জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, পলাশবাড়ী উপজেলা ইউডিসি’র সভাপতি আতোয়ার রহমান, সুন্দরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান ও বরিশাল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সরকারসহ সুফলভোগীদের মধ্যে শাপলা রানী, কলপ্না বেগম ও আকতারী জান্নাত প্রমূখ।