
জেলার কাজি নজরুল ইসলাম সড়ক থানা মোড়ে অদ্য ১১/০৬/২০২১ইং রোজ শুক্রবার সকাল ১১ টায় মিষ্টি ফুড এর ১নাম্বার শোরুম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনে উপস্হিত ছিলেন সন্মানিত, সজল গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মোঃ শাহিনুর ইসলাম (সজল) এবং বগুড়া জেলা ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সন্মানিত সহ সভাপতি মোঃ বাযজিদ শেখ, সন্মানিত পরিচালক, বুলবুল, মিষ্টি ফুড প্রোডাকস্, বেকারী মালিক সমিতির সন্মানিত সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (শহিদ) ।
এ সময় মিষ্টি ফুডের পরিচালক শতভাগ গুনগত মান বজায় রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।