গাইবান্ধার পলাশবাড়ীতে ১৮ বোতল কোডিন মিশ্রিত ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই (নিঃ) মোঃ হাসিবুর রহমান এর নেতৃত্বে এএসআই (নিঃ) রাম চন্দ্র প্রামানিক, এএসআই (নিঃ) নুর আলম সিদ্দিক, কং/৫১ মোখলেছার রহমান, কং/৫৯৫ আবু সায়েমের নেতৃত্বে ৪নং বরিশাল ইউপির অন্তর্গত দুবলাগাড়ী মৌজাস্থ জনৈক মোঃ আশরাফুলের দোকানের পশ্চিম পার্শ্বে রংপুর-বগুড়া মহাসড়কের উপর গাড়ি চেকিং করাকালে ১০ জুন বৃহস্পতিবার দুপুর ১৩.২০ ঘটিকার সময় “শ্যামলী কোচ” নামক একটি বাস চেকিং করে মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল হাসান তুর্য (৩৩), পিতা- মৃত হারুন অর রশিদ, স্থায়ী : গ্রাম- বজ্র যোগীনি (সুয়াপাড়া), উপজেলা/থানা- মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ, বাংলাদেশ বর্তমান: (বাসা নং-২৩/৩/এইচ-১ (মেহেদী হাসান এর বাসার ভাড়াটিয়া), ডিসটিলারী রোড, ধুপখোলা, দক্ষিন সিটি কর্পোরেশন,) , উপজেলা/থানা- গেন্ডারিয়া, ঢাকা, বাংলাদেশকে ১৮ বোতল অবৈধ মাদকদ্রব্য কোডিন মিশ্রিত ফেন্সিডিলসহ জনসম্মুখে আটক করেছে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদার রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।