
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমন মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মাস্ক এবং কোভিড ১৯ এর সুরক্ষা সামগ্রী বিতরণ করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার (১ জুন) জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের ১নং ট্রাফিক মোড়ে ভ্যান-রিক্সা বিভিন্ন যানবাহনসহ জনসাধারনের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিভিল সার্জন ডা. আ.ম আকতারুজ্জামান, বিএম-এর সভাপতি ডা. মতিয়ার রহমান, বিএম-এর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহীনুল ইসলাম. আরএমও হারুন-অর-রশিদ, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সাইফুল আলম ছাকা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তানজিমুল ইসলাম জামিল, সদর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান রিংকু, এ্যাড. জরিদুল ইসলাম ও এ্যাড. সমীরন কুমারসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।