বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। সুইডেনের রাজধানী স্টকহোমে এক রুদ্ধদ্বার অনুষ্ঠানে নোবেল পুরস্কার গ্রহণ করেন ডিলান। কবিতার জন্য এ বছরে সাহিত্য ক্যাটাগরিতে নোবেল পুরস্কার পেলেন তিনি। স্থানীয় গণমাধ্যম একথা জানায়।
সুইডেনের সরকারি সম্প্রচারক এসভিটিকে শনিবার বিকেলে ডিলানের নোবেল ডিপ্লোমা ও মেডেল গ্রহণ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যাকাডেমি সদস্য হোরেন্স এঙ্গদাল বলেন, ‘হ্যাঁ’।
তিনি আর কোন মন্তব্য করেননি।
সুইডিশ একাডেমির অপর এক সদস্য বলেছেন, অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। ডিলান চমৎকার ও সদয় মানুষ।
নোবেল পুরস্কার গ্রহণের পর স্টকহোমে দুটি কনসার্ট করার কথা রয়েছে ডিলানের।
নোবেল পুরস্কার গ্রহণ করতে ডিলান স্টকহোমে যাচ্ছেন বলে আগেই খবর প্রকাশিত হয়।
তবে অনুষ্ঠানের সময় ও স্থান গোপন রাখা হয়।
৭৫ বছর বয়সী ডিলান রীতি অনুযায়ী সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণের এই অনুষ্ঠানে কোনো সরাসরি বক্তৃতা দেবেন না বলে একাডেমির পক্ষ থেকে জানানো হয়। পরবর্তী কোনো সময় ডিলান রেকর্ড করা নোবেল বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে।
স্টকহোমে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাননি তিনি। কেবল একটি বার্তা পাঠিয়েছিলেন।
ওই অনুষ্ঠানের তিন মাসেরও বেশি সময় পর নীরবতা ভেঙে নোবেল পুরস্কার গ্রহণ করলেন ডিলান।
নীরব থাকা প্রসঙ্গে ডিলান বলেন, নোবেল পাওয়ার খবরে তিনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। সে কারণেই এত দিন নীরব ছিলেন।